আইবিএর বৃক্ষরোপন কর্মসূচির ২য় দফার উদ্বোধন করলেন মাননীয় প্রক্টর জনাব এ এস এম ফিরোজ উল হাসান (চলতি দায়িত্বে)। আজ বিকেল ৩টায় উপাচার্যের নিকট চার দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে আইবিএ নতুন রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করে। এই দফায় ১০০ টি চারা রোপন করা হবে, যা জাহাঙ্গীরনগরের জীববৈচিত্র্য রক্ষায় অনস্বীকার্য ভূমিকা পালন করবে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকের কর্মসূচির ১০০টি চারা Jahangirnagar Alumni Association of Business Students (JAABS) - IBA JU (IBA এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন) তাদের প্রিয় বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছেন।
ইতোমধ্যে আইবিএ ১০০ গাছ রোপন করেছে। বৃক্ষরোপন কর্মসূচির আওতায় অন্তত ৫০০টি বনজ ও ফলজ বৃক্ষ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিকল্পনামাফিক রোপন করা হবে।
আইবিএ জাহাঙ্গীরনগরের জীববৈচিত্র্য রক্ষায় সবসময়েই কার্যকর ও সচেতন ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃক্ষরোপন কর্মসূচির দ্বিতীয় দফার শুভ সূচনা করা হয়েছে।
এই কর্মসূচি জাহাঙ্গীরনগরকে আরে সুন্দর, আরো সবুজ, আরো স্নিগ্ধ ভবিষ্যতে উত্তীর্ণ করবে এই আশা আমাদের সকলের।
View Comments