জাহাঙ্গীরনগরের পরীক্ষা-ফলাফল

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গড়ে বেশ কমন/সচরাচর যে মান-অভিমান/গোস্বাগিরি চলতে থাকে তা হলো পরীক্ষার রেজাল্ট দেরি সংক্রান্ত। এমনকি আজও, যখন ফ্লু বাধিয়ে শুয়ে আছি, চোখে পড়ল একটা পোস্ট। এমন একজনের পোস্ট যাঁকে আমি সাংবাদিক হিসাবে কদর করে থাকি। বলাই বাহুল্য, বিরক্ত-বিক্ষুব্ধ পোস্ট, রেজাল্ট দেরি নিয়ে। ফ্লু-তে ফ্রুট খেতে হচ্ছে, কিন্তু ফ্রুটফুল কিছু করা হচ্ছে না। ভাবলাম ‘জাতি’র জন্য.....