সাজেদ ফাতেমীর সংগীত ক্যারিয়ার নিয়ে কিছু তথ্য
সাজেদ ফাতেমী একাধারে গায়ক, সাংবাদিক, গীতিকার, সুরকার, উপস্থাপক এবং অডিও ভিডিও নির্মাতা। লোকসংগীত নিয়ে গবেষণা করছেন প্রায় ২০ বছর থেকে। পাঁচটি টেলিভিশনে টানা প্রায় ১৫ বছর বাউল গানের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তিনি এ দেশের লোকগানের জনপ্রিয় ব্যান্ড ‘নকশীকাঁথা’র প্রতিষ্ঠাতা ভোকালিস্ট। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ড ২০১৮ সালে ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে সংগীত পরিবেশন করে। দেশ-বিদেশে তারা নিয়মিত কনসার্ট করে বেড়ায়।
সাজেদ ফাতেমীর বাড়ি লালমনিরহাট। লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএস সি ও সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির পাবলিক রিলেশন্স বিভাগের ডিরেক্টর। ২০১৮ সালে এই ইউনিভার্সিটিতে যোগদানের আগ পর্যন্ত দেশের শীষস্থানীর্য় পাঁচটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন ২২ বছর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালে (১৯৯৩-১৯৯৯) ছয় বছর এবং তারও পরে আরও ছয় বছর- সব মিলিয়ে মোট ১২ বছর থিয়েটার করেছেন সক্রিয়ভাবে। এই সময়ে ১৭টি মঞ্চ নাটকে অভিনয় এবং চারটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর ১৯৯৯ সালের নভেম্বরে গড়ে তোলেন নাটকের এনজিও ‘থিয়েটার ফর রিসার্চ এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট’-ট্রি। এই ট্রি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে নানান সামাজিক সংকট মোকাবিলায় মোটিভেশনাল নাটক ও গান করে বেড়িয়েছেন সাত বছর (১৯৯৯-২০০৬)। ডেঙ্গু, এইডস, সর্বনাশা মাদক, নারীর প্রজনন স্বাস্থ্য, কিশোরী স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা, বর্ণবাদ, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিষ্ণুতা, পরিবেশ, দুর্নীতি, মানবাধিকার- ইত্যাদি বিষয় নিয়ে মঞ্চস্থ করা তাদের সচেতনতামূলক নাটকগুলো সে সময় দারুণ সাড়া ফেলেছিল। হকাররা হাটে-মাঠে-ঘাটে যেভাবে মলম তাবিজ বিক্রি করে, তিনিও ঠিক সেভাবে তার দল নিয়ে বিভিন্ন বস্তিতে, পতিতা পল্লিতে, গ্রামের কারও বাড়ির উঠোনে, হাটে, বাজারে গিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য নাটক করেছেন।
সাজেদ ফাতেমীর উল্লেখযোগ্য কয়েকটি কাজ
পেশাগত সংগীতজীবনের ২০ বছরে সাজেদ ফাতেমীর দুটি একক অ্যালবাম এবং তার লেখা, সুর ও আয়োজনে মোট ১১টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার প্রথম একক অডিও অ্যালবাম ‘কতদিন তোমাকে দেখি না’ প্রকাশিত হয় ২০০৩ সালে, সঙ্গীতা থেকে।
বাউল গান নিয়ে অনুষ্ঠান নির্মাণ
২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত এনটিভিতে ‘মন আমার সন্ধান করি’ শিরোনামে বাউল গানের সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাজেদ ফাতেমী। এরপর বাউল গান নিয়ে বৈশাখী টেলিভিশনে ‘জীবন এতো ছোট ক্যানে’ (২০১১-২০১৩), বিটিভিতে ‘অনুসন্ধান’(২০১২-২০১৩), সময় টিভিতে ‘অন্তরে অচিন পাখি’(২০১৩-২০১৬), সংসদ টিভিতে ‘প্রান্তরের গান’(২০১৪-২০১৬) এবং গাজী টিভিতে ‘ফোক ফিউশন’(২০১৫) শিরোনামে আরও চারটি গবেষণামূলক ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন।
বিবিসি জরিপে নির্বাচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান
দুই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান নির্বাচন করার জন্য ২০০৬ সালের ফেব্রæয়ারি মাসে বিবিসি একটি জরিপ চালায়। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলা ভাষাভাষীরা জরিপে অংশ নিয়ে ২০ টি গান নির্বাচন করেন। গানগুলো নিয়ে বিবিসি সেই বছর বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। সেই
২০ টি গানের মূল গায়ক, গীতিকার ও সুরকারদের অনুমতি নিয়ে নিজের গবেষণা ও পরিকল্পনায় ‘মানুষ মানুষের জন্য’ ও ‘এক নদী রক্ত পেরিয়ে’ শিরোনামে একই মোড়কে দুটি অ্যালবাম প্রকাশ করেন সাজেদ ফাতেমী। একই বছর জুলাই মাসে প্রকাশিত অ্যালবাম দুটি স্পন্সর করে বেক্সিমকো ফার্মা।
মা জননী ও পিতা
২০০৯ সালের মে মাসে আন্তর্জাতিক মা দিবসে সাজেদ ফাতেমীর লেখা ও সুরে শুধু মাকে নিয়ে গানের মিক্সড অ্যালবাম ‘মা জননী’ প্রকাশ করে সঙ্গীতা। অ্যালবামে গান করেন তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ফজলুর রহমান বাবু, ফকির শাহাবুদ্দিন, সাজেদ ফাতেমী, সন্দীপন, সোনিয়া ও প্রতীক হাসান। শুধু মাকে নিয়ে গানের মিক্সড অ্যালবাম বাংলাদেশে এটাই প্রথম।
২০১০ সালের জুন মাসে বিশ্ব বাবা দিবসে সাজেদ ফাতেমীর লেখা ও সুরে ‘পিতা’ শিরোনামে শুধু বাবাকে নিয়ে গানের মিক্সড অ্যালবাম প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এটিও বাংলাদেশে শুধু বাবাকে নিয়ে গানের প্রথম অ্যালবাম।
পুবাল বাতাস
সাজেদ ফাতেমীর গবেষণা ও পরিকল্পনায় ২০১১ সালে নাশিত কামাল, পূর্ণচন্দ্র রায়সহ দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে শুধু ভাওয়াইয়া গানের মিক্সড অ্যালবাম ‘পূবাল বাতাস’ প্রকাশ করে লেজার ভিশন। এই অ্যালবামের গানগুলো সম্পর্কে ধারা বর্ণনা করেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
ফেরারী জোনাকি
সাজেদ ফাতেমীর প্রথম একক অ্যালবাম প্রকাশের দীর্ঘ নয় বছর পর ২০১২ সালে দ্বিতীয় একক অ্যালবাম ‘ফেরারী জোনাকি’ প্রকাশিত হয়। সেই অ্যালবাম প্রকাশনার সুবাদে ২০১৩ সালে বিবিসি বাংলায় সাজেদ ফাতেমীর ১৫ মিনিটের সাক্ষাৎকার প্রচারিত হয়।
আগলে রেখো মাকে
একই বছর মে মাসে আন্তর্জাতিক মা দিবসে সাজেদ ফাতেমীর লেখা ও সুরে শুধু মাকে নিয়ে দ্বিতীয়বারের মতো অ্যালবাম প্রকাশিত হয়। ‘আগলে রেখো মাকে’ শিরোনামে ওই অ্যালবামে সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দীসহ বিখ্যাত শিল্পীরা গান করেন।
অডিও ইন্ডাস্ট্রিতে সাড়াজাগানো ‘গানমেলা’
২০১৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ১০ দিনব্যাপী ‘গানমেলা’ অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমীর বই মেলার আদলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে ওই মেলা বসেছিল ১০-১৮ এপ্রিল। গানমেলা আয়োজনের উদ্দেশ্য ছিল দেশের মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত সকল পর্যায়ের মানুষকে একই ছাতার তলে নিয়ে আসা। মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) আয়োজনে ওই গানমেলার পরিকল্পনা ও সমন্বয়কারী ছিলেন সাজেদ ফাতেমী। এতো বড় আয়োজনের সমন্বয়কারী হিসেবে মেলা চলাকালেই ভয়েস অব আমেরিকা ও বিবিসি বাংলায় তার সাক্ষাৎকার প্রচারিত হয়।
সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে থিম সং নির্মাণ
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদার বা কমার্শিয়াল গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যুতে নিয়মিত থিম সং তৈরি করে থাকেন সাজেদ ফাতেমী। তার লেখা, সুর করা ও গাওয়া তেমন কয়েকটি থিম সং এর তথ্য নিচে দেয়া হলো:
মার্চ ২০২৩: এশিয়া কন্টিনেন্টাল বিডি নামে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের থিম সং ও ডকুমেন্টারি
মার্চ ২০২৩: সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) নামে একটি এনজিওর থিম সং ও ডকুমেন্টারি
জানুয়ারি ২০২৩: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তীর গান ও ডকুমেন্টারি
ডিসেম্বর ২০২২: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুবর্ণজয়ন্তীর গান ও ডকুমেন্টারি
ডিসেম্বর ২০২২: নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৭২ বছর পূর্তি উপলক্ষে থিম সং
নভেম্বর ২০২২: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তীর গান ও ডকুমেন্টারি
অক্টোবর ২০২২: ইস্টার্ন ইউনিভার্সিটির থিম সং ও ডকুমেন্টারি
সেপ্টেম্বর ২০২২: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গান নির্মাণ
আগস্ট ২০২২: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান ও ভিডিও নির্মাণ
জুলাই ২০২২: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্য থিম সং
জুলাই ২০২২: কোরবানির ইতিহাস নিয়ে ঈদুল আজহার বিশেষ গান ও ভিডিও নির্মাণ
জুন ২০২২: পদ্মা সেতু নিয়ে গান ও ভিডিও নির্মাণ
জুন ২০২২: বাবা দিবসের গান
জুন ২০২২: পরিবেশ দূষণ ও বিপর্যয়ের বিরুদ্ধে গান
মে ২০২২: মা দিবসের গান
মে ২০২২: ঈদুল ফিতরের বিশেষ গান ও ভিডিও নির্মাণ
ডিসেম্বর ২০২১: শৈশবের বন্দীত্ব নিয়ে গান ও ভিডিও নির্মাণ
জুন ২০২১: বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিশেষ থিম সং
মার্চ ২০২১: করোনাযোদ্ধা ডাক্তারদের নিয়ে বিশেষ গান ও ভিডিও নির্মাণ
জানুয়ারি ২০২১: করোনাযোদ্ধা পুলিশবাহিনী নিয়ে বিশেষ গান ও ভিডিও নির্মাণ
আগস্ট ২০২০: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিওসহ বিশেষ গান
মার্চ ২০২০: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জন্য বিশেষ গান
ফেব্রুয়ারি ২০২০: বাংলাদেশে বাংলা ভাষা চর্চার দুরবস্থা ও দুর্গতি নিয়ে বিশেষ গান
এপ্রিল ২০১৯: যমুনা টিভির জন্য থিম সং
আগস্ট ২০১৮: বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া বোর্ডের জন্য থিম সং
জুলাই ২০১৭: বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ গান
জুন ২০১৭: বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের থিম সং
জানুয়ারি ২০১৬: এসএ টিভির জন্য থিম সং
নভেম্বর ২০১৫: প্রথম আলোর জন্য থিম সং
মার্চ ২০০৭: বাংলাদেশ সেনাবাহিনীর জন্য থিম সং কম্পোজিশন
Add Social Channel/Pages